Review of Book "Taranath Tantrik (তারানাথ তান্ত্রিক)"

বইয়ের নাম: তারানাথ তান্ত্রিক।
প্রকাশক: মিত্র ও ঘোষ। 
লেখক: তারাদাস বন্দোপাধ্যায়। 
বাইন্ডিং: হার্ডকভার।
দাম: ২০০/-
প্রকারভেদ: তন্ত্র, আধিভৌতিক গল্প।
প্রাপ্তিস্থানhttp://www.byblo.org/product/taranath-tantrik-2/

Review :

গল্প কাহিনী: ৮.৫/১০

বুনন ও বর্ণন: ৮/১০

চরিত্র বিশ্লেষণ: ৪/১০


কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ:

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা তারানাথ তান্ত্রিকের দুটি গল্পের পর আর কোনো গল্প বের হয় নি।  কিন্ত গল্পের ইন্দ্রজাল যেভাবে পাঠকদের ঘিরে ধরেছিলো তার সেই পিপাসা মিটিয়েছেন তারাদাস বাবু, তারানাথ তান্ত্রিক এর এই বইটিতে কিন্ত বিভূতি বাবুর গল্প দুটি নেই বরং সম্পূর্ণ নতুন স্বতন্ত্র কিছু গল্প আছে।
যারা এর আগে বিভূতি বাবুর গল্প গুলি পড়েছেন তাদের জন্য কোনো ভূমিকা রাখার প্রয়োজন নেই কিন্তু যারা একদম নতুন তাদের জন্য বলে রাখা ভালো, তারানাথ তান্ত্রিক নিজে এই গল্পের প্রধান চরিত্র এবং তাকে ঘিরেই গল্পগুলো তৈরী।
তারানাথ তান্ত্রিক একজন মধ্যবয়স্ক জ্যোতিষ ব্রাম্ভন, যিনি অল্পবয়সে সাধু হওয়ার সপ্নে বাড়ি ছেড়ে বেরিয়েছিলেন এবং নানা জায়গায় ঘুরে ফিরে তন্ত্র সাধনার দীক্ষা নেন। 
কিন্ত সংসারের মোহ থাকার কারণে আবার বাড়ি ফিরে আস্তে হয়।
তার এই যাত্রা পথে তিনি বিভিন্ন রকমের অভিজ্ঞতা সঞ্চয় করেন, সেগুলো নিয়েই গল্প।
বিভূতি বাবুর গল্প গুলির থেকে এই গল্পগুলি কোনো অংশে কম না।  গল্পগুলি পড়তে পড়তে রোমাঞ্চে লোমে খাড়া হয়ে ওঠে।
তবে চরিত্র গুলোর বিবরণ গল্পে ঠিক পাওয়া যায় না খানিক টা ধোঁয়াশা আছে।  তবে চরিত্রের বিবরণ গল্পে অতটা প্রয়োজন ও পরে না।
overall খুব ভালো বই অলস দুপুরের খুব ভালো সঙ্গী হতে পারে







Comments

Popular posts from this blog

Review of Book "Älatchakra" (অলাতচক্র )